Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালামের অর্থপাচার মামলা বাতিল সংক্রান্ত রুলের রায় যে কোনো দিন


৭ নভেম্বর ২০১৯ ২০:২৬

ঢাকা: একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থপাচারের মামলা বাতিল সংক্রান্ত জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন এ বিষয়ে রায় দেওয়া হবে মর্মে মামলাটি সিএভি করেছেন আদালত।

রুল শুনানি শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আবদুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।

বিজ্ঞাপন

পরে খুরশীদ আলম খান জানান, মামলাটি বাতিল চেয়ে আবদুস সালাম হাইকোর্টে আবেদন করেছিলেন। এরপর আদালত রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার রুল শুনানি শেষে রায়ের জন্য সিএভি রেখেছেন হাইকোর্ট।

২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

অর্থপাচার অর্থপাচার মামলা আবদুস সালাম ইটিভি রুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর