নওগাঁয় ১ কোটি ২৫ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
৭ নভেম্বর ২০১৯ ১৮:৪১ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ১৮:৪২
নওগাঁ: নওগাঁয় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের কষ্টি পাথরের ৪টি মূর্তি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বিজিবি ১৬ ব্যাটালিয়ন সদর দফতরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উদ্ধার করা মূর্তিগুলো গণমাধ্যম কর্মীদের সামনে আনা হয়।
১৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে জেলার সদর উপজেলার বর্ষাইলে বিজিবির নেতৃত্বে পরিচালিত টাষ্কফোর্সের অভিযানে মূর্তিগুলো উদ্ধার হয়। গোপন সংবাদের ভিত্তিতে টাষ্কফোর্স অভিযানে নামলে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে পালিয়ে যায়।’
উদ্ধার হওয়া ৪টি মূর্তির ওজন প্রায় ১০১ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। দেশের বাইরে পাচারের উদ্দেশে এগুলো একত্রিত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।