Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের বিকশিত হওয়ার বিকল্প মাধ্যম এসেছে: গণপূর্তমন্ত্রী


৭ নভেম্বর ২০১৯ ১৮:৩৩

ঢাকা: বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনেক বছর ধরে কষ্ট করছেন, কিন্তু সেভাবে বিকশিত হতে পারছেন না। তবে কষ্টের সেইসব দিন শেষ হয়ে এসেছে। এখনকার ইন্টারনেটের যুগে সাংবাদিকদের বিকশিত হওয়ার বিকল্প অনেক মাধ্যম এসেছে। এসব মাধ্যমকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ‘রূপসী বাংলা’ শীর্ষক ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘আমি পেশাজীবনে প্রবেশ করেছি সাংবাদিকতার মাধ্যমে। সাংবাদিকরা আমার স্বজন। ফলে আমি তাদের সুখ-দুঃখের বিষয়গুলো সম্পর্কে অবগত আছি। তাদের বিপদে সব সময় পাশে দাঁড়িয়েছি। তাদের কাছে আমার একটি আবদার, তারা যেন কোন ভুল খবর প্রকাশ না করে। কারো বিরুদ্ধে খবর প্রকাশ করলে যেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়।’

শ ম রেজাউল বলেন, ‘আমার মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে নিউজ করতে ভয় করবেন না। আমি দায়িত্ব পাওয়ার পর ৯২ জন অসৎ কর্মকর্তাকে দুদকে দিয়েছি। মন্ত্রিত্ব চিরদিন থাকবে না কিন্তু সততার সঙ্গে করা কাজ থাকবে। যারা অসৎ পথে বড় হচ্ছে, হঠাৎ করে উত্থান হচ্ছে এমন সব মানুষদের নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন করুন। যাতে করে সাধারণ মানুষ তাদের আসল চেহারা চিনতে পারে।’

দুর্নীতি বন্ধ করতে পরকালের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘টাকা দিয়ে মৃত্যু আটকানো যায় না। পরকালের যে বিচার ব্যবস্থা রয়েছে সেখানে টাকা দিয়ে পার পাওয়া যায় না। শ্মশানে ও কবরে টাকার প্রয়োজন পড়ে না। তারপরও মানুষ কেন অসততা করেন? যারা অসৎ ও দুর্নীতিগ্রস্ত তাদের ব্যাপারে খোঁজ নিন। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

সাংবাদিকতাকে ‘থ্যাংকসলেস জব’ আখ্যা দিয়ে গণপূর্ত মন্ত্রী বলেন, ‘একটি কঠিন চাকরি। যে ছবিটা ভালো না হয় সেজন্য অফিসে বকা খেতে হয়, আবার সে একই ছবি কেন ছাপা হলো সেজন্য গোস্যা করেন ক্ষমতাবানরা। অর্থাৎ দুই পক্ষ থেকেই লাল চোখ দেখতে হয় সাংবাদিকদের। এটি থ্যাংকস লেস জব। তারপরও দেশ ও দশের ভালোর জন্য এই চাকরি করে যেতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের বর্তমান সামাজিক কাঠামোতে সাংবাদিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সততার সঙ্গে কাজ করে যেতে পারলে সাংবাদিকতার মাধ্যমে এ দেশকে আরও এগিয়ে নেওয়া যাবে।’

উল্লেখ্য, ‘রূপসী বাংলা’ শীর্ষক ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতায় এবার প্রথম পুরস্কার পেয়েছেন আব্দুল্লাহ অপু। এছাড়াও বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন শরিফ সারোয়ার। সব মিলিয়ে আটজন ফটো সাংবাদিককে পুরস্কৃত করেছে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

গণপূর্তমন্ত্রী সাংবাদিকরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর