বাদলের মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও জি এম কাদেরের শোক
৭ নভেম্বর ২০১৯ ১৪:৩২ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ১৪:৩৩
ঢাকা: মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিক ও পার্লামেন্টারিয়ান মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরি, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের শোকবার্তায় জানান, মঈনউদ্দিন খান বাদল ছিলেন একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যু জাতির জন্য অপূরনীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধে বাদলের অবদান বাঙালি জাতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈনউদ্দিন খান বাদল।