অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য ২.৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে
৭ নভেম্বর ২০১৯ ১২:৫৭ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ১২:৫৮
ঢাকা: অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ক্রমেই বাড়ছে। দেশ দুটির দ্বিমুখী বাণিজ্য গত এক বছরে ২ দশমিক ৪৪ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে বলে ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের এক বার্তায় জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) পাঠানো ওই বার্তায় বলা হয়, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট গত ৪ নভেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সাক্ষাৎ করেন। তাদের সাক্ষাতে অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে কী কী কার্যকর উপায় আছে তা নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী হাইকমিশনারকে জানান যে, সিডনিতে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া–বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য কাউন্সিল যৌথভাবে ১৩ থেকে ১৫ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে; যা ব্যবসা, বিনিয়োগকারী ও বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সরকারের কর্মকর্তাদের দুদেশের মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর আলোচনায় সাহায্য করবে।
এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট বলেন, ‘আমি আনন্দিত যে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধিতে একসাথে কাজ করছে। দেশ দুটির দ্বিমুখী বাণিজ্য গত এক বছরে ২ দশমিক ৪৪ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে। এবং এই বাণিজ্য আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।’
নারী উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করে হাইকমিশনার নিবলেট বলেন, ‘বাংলাদেশের নারীদের দক্ষতা, বিচারশক্তি ও নেটওয়ার্কিং এদেশের ব্যবসা সমৃদ্ধ করতে সাহায্য করছে।’
বাংলাদেশ অস্ট্রেলিয়াতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, প্রক্রিয়াজাত খাবার এবং পাট রফতানি করে থাকে। আর অস্ট্রেলিয়া প্রধানত বাংলাদেশে রফতানি করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য তুলা, দুগ্ধজাত পণ্য, মশুরের ডাল, শিক্ষা এবং অন্যান্য সেবা।