রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ১
৭ নভেম্বর ২০১৯ ০৮:৪৩ | আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ০৮:৫৪
ঢাকা: রাজধানীর বাড্ডা একশ ফিট এলাকায় ডিবি (গোয়েন্দা) পুলিশের গুলিতে লাভলু (৫০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডাকাতি করতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনি আহত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত (৬ নভেম্বর) রাত ১টার দিকে বাড্ডা ও ভাটার এলাকায় ডাকাত দলের ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিনজন আহত হয়। লাভলু ছাড়াও বাকি দুইজন- সেলিম (৪০) ও কামাল (৪৫)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা করা হয়। ভোর ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলু মারা যান।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাড্ডা ও ভাটারা এলাকায় র্যাবের জ্যাকেট পরে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি নর্থ পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় লাভলু নামের একজন মারা যায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও র্যাবের জ্যাকেটসহ নানারকম ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।