Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কিডনি বিক্রির অভিযোগে আটক স্বামী-স্ত্রী


৭ নভেম্বর ২০১৯ ০৭:৩৪

জয়পুরহাট: জেলার কালাই উপজেলার উলিপুর গ্রাম থেকে কিডনি বিক্রির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ওই উপজেলার মাত্রাই ইউপির উলিপুরের খাজা মইনুদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগম।

বুধবার (৬ নভেম্বর) রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান।

তিনি জানান, এক বছর পূর্বে খাজা মইনুদ্দিন তার স্ত্রী নাজমাকে কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করলে নাজমাও নিজ ইচ্ছায় তার একটি কিডনি বিক্রি করেন। কিডনি বিক্রি যে আইনত দণ্ডনীয় অপরাধ সে ব্যাপারে এর আগে থেকেই ওই এলাকায় মাইকিং, জনসভা, লিফলেট বিতরণ, পোষ্টারিং করাসহ বিভিন্ন ভাবে পুলিশ গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এরপরেও মইনুদ্দিন ও নাজমা জেনেশুনে তাদের কিডনি বিক্রি করেছেন এমন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষা করে ঘটনার সত্যতা পাওয়া গেলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিডনি বিক্রির কথা স্বীকার করেন। অবৈধ ভাবে কিডনি বিক্রির জন্য তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কিডনি বিক্রি জয়পুরহাট

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর