Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের রায়ে ১৫ বছর পর চালু হলো রাঙ্গামাটি শিশু পার্ক


৬ নভেম্বর ২০১৯ ২০:০৬

রাঙ্গামাটি: দীর্ঘ ১৫ বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ে চালু হলো রাঙ্গামাটির একমাত্র শিশু পার্ক। বুধবার (৬ নভেম্বর) দুপুরে শহরের রিজার্ভ বাজার এলাকার পার্কটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, পার্ক ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে ও রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. কাজী নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, রাঙ্গামাটি শিশু পার্কের উন্নয়নে আরও ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। যেহেতু এটি শহরের একমাত্র শিশু পার্ক, তাই এটিকে কিভাবে আরও সুন্দর করা যায় তা দেখবো আমরা।

একেএম মামুনুর রশিদ বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা কাজ শুরু করেছি। এখনো পার্কের কিছু জয়গা স্থানীয়দের দখলে রয়েছে। সেই জায়গাটুকু দখলমুক্ত করা হবে।

এর আগে ২০০৪ সালে রাঙ্গামাটি পৌরসভার তৎকালীন চেয়ারম্যান শিশু পার্ক বন্ধ করে কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজ মামলা করলে নির্মাণ কাজ স্থগিত করেন আদালত। ১০ বছর পরে আদালতের আদেশে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারটি ভেঙে ফেলা হয়।

শিশু পার্কটি চালু হওয়া প্রসঙ্গে গ্লোবাল ভিলেজের নির্বাহী পরিচালক ফজলে এলাহী বলেন, এটি রাঙ্গামাটিবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। পার্কের কিছু অংশ এখনো স্থানীয়দের দখলে রয়েছে। আমরা আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেবেন। পার্কে প্রয়োজনীয় সরঞ্জাম যোগ করা হলে এটি পূর্ণতা পাবে।

বিজ্ঞাপন

শিশু পার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর