বসুন্ধরা শপিং মলের আটতলা থেকে পড়ে যুবকের মৃত্যু, মেলেনি পরিচয়
৬ নভেম্বর ২০১৯ ১৯:৩০
ঢাকা: রাজধানীর পন্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং মলের আটতলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শপিং মলের নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন বলেন, মার্কেটের সামনে ওই যুবককে আহত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিচয় জানতে পারিনি। মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃত যুবকের মরদেহ মর্গে রাখা আছে। এখনো তার স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ তালুকদার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি।