Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলায় খবরের পর নির্মাতা পলাশকে তথ্যমন্ত্রীর অর্থ সহায়তা


৬ নভেম্বর ২০১৯ ১৮:৩৩ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ২১:৫৭

ঢাকা:সিনেমা বানাতে গিয়ে পলাশ এখন হোটেল বয়’- এই শিরোনামে গত ২৬ অক্টোবর খবর প্রকাশ করে সারাবাংলা ডটনেট। খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। দেশে ও বিদেশে খবরটি ব্যাপক আলোড়ন তোলে।

ছবির পরিচালক অরণ্য পলাশের সঙ্গে যোগাযোগ করে অনেক প্রযোজনা প্রতিষ্ঠানও। তারা পলাশের পাশে দাঁড়াতে চেয়েছে। পলাশের এই খবর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের দৃষ্টি এড়ায়নি। তিনিও পলাশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) তথ্যমন্ত্রী পলাশকে সচিবালয়ে ডেকে ১ লাখ টাকা অর্থ সহায়তা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ‘গন্তব্য’ চলচ্চিত্রের সহ-প্রযোজক এলিনা শাম্মীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অনুদান পেয়ে অরণ্য পলাশ সারাবাংলা ডটনেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সারাবাংলা ডটনেটের একটি নিউজের কারণে আজ আমি আমার ‘গন্তব্য’ সিনেমাটি নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছি। তথ্যমন্ত্রী আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সিনেমাটি মুক্তির পথ আরও সুগম হলো।’

এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘অরণ্য পলাশের এই পরিস্থিতি দেখে আমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব সবার সঙ্গে আলোচনা করেছি, তাকে আমরা কোনোভাবে সহায়তা করতে পারি কি না। আজকে তাকে ডেকেছি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সহায়তা করার জন্যে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা করতে হলে একটা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। আপনারা জানেন, সরকার যে অনুদান দেয়, সেটার একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে অনুদান অনুমোদিত হতে হয়। কমিটির সঙ্গে আমি কথা বলবো, তার এই চলচ্চিত্র যেন মুক্তি পায়, সেজন্য আরও কী খরচ দরকার, কিছু খরচ তো সে করে ফেলেছে। আর কী সহায়তা দরকার, কমিটির সঙ্গে সেটি আলোচনা করবো।’

বিজ্ঞাপন

গন্তব্য নির্মাতা পলাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর