‘সুনির্দিষ্ট অভিযোগ পেলে জাবি ভিসির বিরুদ্ধে তদন্ত’
৬ নভেম্বর ২০১৯ ১৮:৩০ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৮:৫৫
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হলে তা তদন্ত করা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এখন পর্যন্ত জাবি উপাচার্যের বিরুদ্ধে কেউ তার কাছে কোনো অভিযোগ নিয়ে যাননি বলেও জানান নওফেল।
আরও পড়ুন- উত্তাল জাবিতে চলছে সংহতি সমাবেশ
তিনি বলেন, কারও কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ উপস্থাপন করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করা যাবে না। আমরা চাই না পরিবেশ অস্থিতিশীল হোক কিংবা পরিস্থিতির অবনতি হোক।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহে সরকার হস্তক্ষেপ করে না উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানের ক্ষেত্র। এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানকার একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে। তারপরও সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেটি তদন্ত করে দেখব। কেউ এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ কেউ দেননি। তাছাড়া অভিযোগ আনলেই তো হবে না, সেটি প্রমাণও হতে হবে।
আরও পড়ুন- জাবি শিক্ষক সমিতির সম্পাদকসহ চার জনের পদত্যাগ
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে জাবি উপাচার্য ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবি ওঠে জাবিতে। সোমবার সন্ধ্যায় তার বাসায় সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও তারা বিক্ষোভ অব্যাহত রাখেন। একপর্যায়ে জাবি উপাচার্যকে অবরুদ্ধও করা হয়।
সেখানে ভিসির অপসারণের দাবিতে আন্দোলনরতদের ব্যাপক মারধর করে ছাত্রলীগ। তারা অবরুদ্ধ উপাচার্যকে ‘মুক্ত’ করেন। এর মধ্যে মঙ্গলবার জাবি ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জাবি প্রশাসন। শিক্ষার্থীদেরও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
তবে সে নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন জাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ছিলেন। বুধবার সকালে ফের তারা বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সংহতি জানিয়ে অবস্থান নিয়েছেন জাবি ক্যাম্পাসে।
আরও পড়ুন-
জাবি শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত, সকালে ফের বিক্ষোভ
জামাত-শিবিরপন্থী শিক্ষকরা আন্দোলনে নেমেছে: উপাচার্য
নারী শিক্ষার্থীদের স্লোগানে কাঁপছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল
জাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ নিউজ মহিবুল হাসান চৌধুরী নওফেল