Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোকার সম্মানে বৃহস্পতিবার ঢাকা দুই সিটিতে সাধারণ ছুটি


৬ নভেম্বর ২০১৯ ১৮:০৫ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ২০:২১

ঢাকা: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে সম্মান জানাতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ণ দিবস ছুটি পালন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। খোকার মৃত্যুতে তাকে সম্মান জানাতেই প্রচলিত নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর ডিএসসিসি ও ডিএনসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ থাকবে। তবে জরুরি সেবা এই ছুটির বাইরে থাকবে।

বিজ্ঞাপন

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নগর ভবনে সাদেক হোসেন খোকার জানাজা হবে। করপোরেশনের সবাইকে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত ৪ নভেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। খোকার মৃত্যুতে বর্তমান ঢাকার দুই সিটি মেয়র শোক জানান

টপ নিউজ ডিএসসিসি সাদেক হোসেন খোকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর