Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিমানবন্দরমুখী ৩ কিলোমিটার সড়কে রিকশা বন্ধ


৬ নভেম্বর ২০১৯ ১৭:১০ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৭:১৭

চট্টগ্রাম ব্যুরো: যানজটের ভোগান্তি নিরসন করতে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ একটি সড়কের কিছু অংশে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর অভিমুখী সড়কটি নগরীর দেওয়ান হাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত বিস্তৃত সড়কটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার।

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে এই সড়কে ধীর গতির এই যানবাহন রিকশা চলতে দিচ্ছে না পুলিশ।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (বন্দর) তারেক আহমদ সারাবাংলাকে বলেন, বিমানবন্দরমুখী সড়কটি চট্টগ্রাম নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং রিকশা চালক ও মালিকদের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সড়কের যে অংশে সবচেয়ে বেশি যানজট হয়, সেখানে রিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী দেওয়ানহাট, বাদামতলী ও চৌমুহনী মোড়ে রিকশা আড়াআড়িভাবে সড়ক অতিক্রম করতে পারবে, কিন্তু সড়কে চলতে পারবে না।

পর্যায়ক্রমে বিমানবন্দর সড়কের আরও কয়েকটি স্পটে রিকশা চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন উপপুলিশ কর্মকর্তা তারেক আহমদ।

রিকশা চলাচল রিকশা চলাচল বন্ধ শাহ আামানত বিমানবন্দর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর