এমপি-মন্ত্রী-সচিবরা কী কচু করে, প্রশ্ন ভিপি নুরের
৬ নভেম্বর ২০১৯ ১৬:৪৮ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৮:৪৮
ঢাকা: ‘সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগলে এমপি-মন্ত্রী-সচিবরা কী কচু করে?’ বলে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক কালের ঘটনাগুলো লক্ষ্য করলে দেখতে পাই, ন্যায় বিচার পেতে হলে প্রধানমন্ত্রীর নির্দেশ আসতে হয়। তাহলে এমপি-মন্ত্রী-সচিবরা কি করে? তাদের চাকরি থেকে বাদ দেওয়া হোক।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার (৬ নভেম্বর) এক বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে নুরুল হক নুর আরও বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো আন্দোলনে ছাত্রলীগ হামলা করে। তারা সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়। তাদের এই হামলার শিকার শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এই হামলায় পুরো দেশ আজ আক্রান্ত।’
সমাবেশে ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, জাহাঙ্গীরনগ বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার দুর্নীতির চিত্র সবার সামনে প্রকাশিত হয়েছে। যার অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অপসারিত হয়েছে কিন্তু ভিসি বহাল আছেন। শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। আবরার হত্যার পরে আমরা ভেবেছিলাম যে তারা শুধরে যাবে কিন্ত যায়নি।