আবরারের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ
৬ নভেম্বর ২০১৯ ১৬:৪৪ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৮:৫৬
ঢাকা: ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া শিক্ষার্থী নাইমুল আবরারের লাশ কবর থেকে দ্রুত তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি অপমৃত্যুর মামলাটি একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট থানাকে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. আমিনুল হকের আদালত আবরারের বাবা মো. মজিবুর রহমানের জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন।
এর আগে, আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেন বাবা মো. মজিবুর রহমান । পরে আদালত মামলাটি গ্রহণ করেন।
গত ১ নভেম্বর মাসিক ম্যাগাজিন ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরারের মৃত্যু হয়। সে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম (গ) শ্রেণির (দিবা) শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন:
‘আবরারের মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড’
আবরারের মৃত্যু: প্রথম আলোর কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন