দিল্লির বায়ু দূষণের জন্য দায়ী পাকিস্তান-চীন!
৬ নভেম্বর ২০১৯ ১৬:৩৫ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৬:৩৭
ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ সবচেয়ে মারাত্মক পরিস্থিতি দাঁড় করিয়ে দিয়েছে। বায়ু দূষণের জন্য হরিয়ানা ও পাঞ্জাবের খড় পোড়ানোকেই এর আগে অনেকে দোষারোপ করলেও এবার এক বিজেপি নেতা বলছেন ভিন্ন কথা।
বিনীত আগরওয়াল সারদা নামের ওই বিজেপি নেতা অভিযোগ করেন, প্রতিবেশী চীন ও পাকিস্তান ভারতের বাতাসকে দূষিত করতে বিষাক্ত গ্যাস ছড়াতে পারে। খবর এনডিটিভির।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিনীত আগরওয়াল আরও অভিযোগ করেন, আমার ধারণা যে পাকিস্তান অথবা চীন আমাদের ভয় পাচ্ছে। তাই ওই কাজ করছে তারা।
বিনীত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান হতাশায় ভুগছে। কোনও লড়াইয়েই জিততে না পারায় ভারতের বিরুদ্ধে এধরনের কৌশল নিচ্ছে তারা।
পাকিস্তান হতাশ হয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না তা অনুসন্ধানেরও আহ্বান জানান এই বিজেপি নেতা।