কাভার্ড ভ্যান থেকে ইয়াবা উদ্ধার: ৪ আসামির ১৫ বছরের কারাদণ্ড
৬ নভেম্বর ২০১৯ ১৬:১৪ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৬:১৬
ঢাকা: যাত্রাবাড়ীর কাজলা এস শাহ সিএনজি ফ্লিলিং অ্যান্ড কনভারশন স্টেশনের সামনে একটি কাভার্ড ভ্যান থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে ১৫ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড আনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজা পাওয়া আসামিরা হলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার রায়পুর গ্রামের আব্দুস সবুরের ছেলে মিজানুর রহমান বাবু, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বগ্রামের মো. সফর আলীর ছেলে মো. মুক্তার হোসেন, বাগেরহাটের মোল্লারহাট থানার চরকুলিয়া গ্রামের মো. লায়েকুজ্জামানের ছেলে মো. সোহেল আহমেদ ও ঢাকার ডেমরা এলকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. জনি।
রায়ে আরও উল্লেখ করা হয়েছে, যে কাভার্ড ভ্যান থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছিল সেই কাভার্ড ভ্যানের জিম্মানামা বাতিল করে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।
মামলার অভিযোগে থেকে যানা যায়, ২০১৬ সালের ১৭ অক্টোবর যাত্রাবাড়ী থানার কাজলা এস শাহ সিএনজি ফ্লিলিং অ্যান্ড কনভারশন স্টেশনের সামনে রাস্তায় চট্টগ্রাম থেকে আসা কাভার্ড ভ্যান থেকে তাদের আটক হয়। পরে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পেছনের টুলবক্সের ভেতর প্লাস্টিকের বস্তায় ২০টি বান্ডিলে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরির্দশক বিপ্লব কিশোর শীল একটি মামলা দায়ের করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহ্উদ্দিন হাওলাদার বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যত পিস ইয়াবা পাওয়া যাক, তার সর্বোচ্চ সাজা ১৫ বছর কারাদণ্ড। বর্তমান আইন অনুযায়ী হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারতো।