Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টুইটার ইন চিফ’, ‘টুইটারের শেকসপিয়ার’ ডোনাল্ড ট্রাম্প


৬ নভেম্বর ২০১৯ ১৩:২৫ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৩:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে তার বাবাকে ‘টুইটার ইন চিফ’ এবং ‘টুইটারের শেকসপিয়ার’ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) ’ফক্স এন্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের লেখা বইয়ের প্রচারণা করতে গিয়ে তিনি একথা বলেন। খবর স্পুটনিক নিউজের।

এর আগে, জুনিয়র ডোনাল্ড ট্রাম্প তার বাবার সম্পর্কে বলেছেন,তিনি প্রেসিডেন্টের সাথে দেখা করে কয়েকবার বলেছেন টুইটার পোস্ট দেওয়ার সময় অত বেশি উত্তেজিত না হতে।

আলোচনার এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার সংখ্যার সাথে তার ছেলের ফলোয়ার সংখ্যার তুলনা করেন ওই অনুষ্ঠানের সঞ্চালক। তিনি বলেন আপনার বাবার ফলোয়ার সংখ্যা ৬৬.৬ মিলিয়ন আর সেখানে আপনার ফলোয়ার সংখ্যা মাত্র ৪ মিলিয়ন।

তখন জুনিয়র ডোনাল্ড ট্রাম্প বলেন,তার হিসাবই আলাদা, তিনি হলেন ‘টুইটার ইন চিফ’  ১৪০ অক্ষরের টুইটারের শেকসপিয়ার হলেন তিনি তার সাথে কি আর আমার তুলনা চলে?

জুনিয়র ডোনাল্ড ট্রাম্পের লেখা ‘ট্রিগার্ড: হাউ দ্য লেফট থ্রাইভস অ্যান্ড ওয়ান্টস টু সাইলেন্স আস’ বইটি সম্পর্কে লেখক নিজেই বলেন, এটি এমন একটি বই যা লিবারেলরা আপনাকে পড়তে নিরুৎসাহিত করবে।

জুনিয়র ডনাল্ড ট্রাম্প টপ নিউজ টুইটার ডোনাল্ড ট্রাম্প ফক্স এন্ড ফ্রেন্ডস মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর