ঢাকা ব্যাংকের এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
৬ নভেম্বর ২০১৯ ১১:৪৩ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১১:৪৪
ঢাকা: ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাকে জিজ্ঞাবাস করা হচ্ছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এসব তথ্য জানান।
এর আগে, গত ৩০ অক্টোবর ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমানকে দুদকে তলব করে চিঠি দেওয়া হয়েছিল।