বিএনপি ছাড়লেন মোরশেদ খান
৬ নভেম্বর ২০১৯ ১০:১৮ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৩:১৮
ঢাকা: ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব জায়গা থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে কারাবন্দি বেগম খালেদা জিয়া বরাবর লেখা পদত্যাগ পত্রটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে পাঠিয়েছেন তিনি। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মোরশেদ খান বলেন, ‘ব্যক্তিগত কারণেই বিএনপি থেকে পদত্যাগ করেছি। অনেক বিচার-বিশ্লেষণ করে মনে হয়েছে, সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময়।’
পদত্যাগপত্রে মোরশেদ খান বলেন, ‘মানুষের জীবনের কোনো না কোনো সময় কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়, যার প্রভাব সুদূরপ্রসারী। আমার বিবেচনায় সে ক্ষণটি বর্তমানে উপস্থিত এবং উপযুক্তও বটে। তাই অনেকটা দুঃখ ও বেদনাক্লান্ত হৃদয়ে পদত্যাগের এ চিঠি।’
তিনি লিখেছেন, ‘রাজনীতির অঙ্গনে আমার পদচারণা দীর্ঘকালের। কিন্তু দেশের রাজনীতি এবং দলের অগ্রগতিতে নতুন কিছু সংযোজন করার মতো সঙ্গতি নেই। তাই আমার উপলব্ধি-সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার এখনই সময়। বহু বিচার-বিশ্লেষণ শেষে আমি বিএনপির রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ অবস্থায় এবং স্বাভাবিক নিয়মে বিএনপির প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারসহ বর্তমানে ‘অলঙ্কৃত’ ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি।’
চিঠিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেন, ‘বিএনপির সঙ্গে আমার সম্পর্কের দীর্ঘ পথপরিক্রমায় অসংখ্য নেতাকর্মীর সান্নিধ্য পেয়েছি এবং উপভোগ করেছি। তাদের মধ্যে অনেকেই প্রয়াত এবং অনেকেই বর্তমানে দলের হাল ধরে আছেন। প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি যেমন কামনা করি, তেমনি আপনিসহ বর্তমান সবকর্মী নেতাদেরও আমি মঙ্গলাকাঙ্ক্ষী। অতীত ও বর্তমান সব কর্মীর নিরবচ্ছিন্ন সান্নিধ্য, সখ্য, সহমর্মিতা, সহানুভূতি ও সাহায্য-সহযোগিতার কথা আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। দলের প্রতিনিধি হয়ে সরকারি দায়িত্ব পালন এবং দলের কর্মী হিসেবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে বিএনপি আমাকে বিরল সম্মানে ভূষিত করেছে।’