Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন, সম্পাদক বাদশা


৬ নভেম্বর ২০১৯ ০৩:০১

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন হয়নি। রাশেদ খান মেননকে সভাপতি এবং ফজলে হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয়েছে ওয়ার্কার্স পা‌র্টির নতুন ১৫ সদস্যের পলিটব্যুরো কমি‌টি।

মঙ্গলবার (৫ নভেম্বর) দলের ১০ম কং‌গ্রে‌সে নতুন এই ক‌মি‌টির অনু‌মোদন হয়।

এতে ৬২ জনকে কেন্দ্রীয় সদস্য ও ২৮ জনকে বিকল্প সদস্য করে ৯১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অধিবেশনে মোট ৮টি প্রস্তাব পাশ হয়।

এছাড়া স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

পার্টির প্রস্তাবে বলা হয়েছে, ১০ম কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে বিতর্ক তুলে ৬ জন নেতা বিবৃতি দিয়ে কংগ্রেস বর্জনের আহ্বান জানালেও সেই আহ্বানে পার্টি জেলাসমূহ কোনো সাড়া দেয় নি।

উল্লেখ্য, ২ নভেম্বর সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১০ম কংগ্রেসের উদ্বোধন হয়। ৫৭টি সাংগঠনিক জেলার ৫৭২ জন প্রতিনিধি এবং ৭৯ জন পর্যবেক্ষক সমন্বয়ে ৬৫১ জনের উপস্থিতিতে ৪ দিনব্যাপী বিভিন্ন অধিবেশন চলে।

 

ওয়ার্কার্স পার্টি ফজলে হোসেন বাদশা রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর