জয়ের হাতে পানীয় তুলে দিল রোবট
৭ ডিসেম্বর ২০১৭ ১৫:১২ | আপডেট: ১১ মার্চ ২০১৮ ১৮:৫০
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : বৃহস্পতিবার বেলা ১১টা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হলরুমে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সেখানে মিনিস্ট্রেরিয়াল সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।
তার আগে একটু আপ্যায়ন করানো হয় আসনে বসা অতিথিদের। স্বভাবত অতিথি আপ্যায়নে এগিয়ে আসার কথা মানুষের। কিন্তু না ধীর পায়ে এগিয়ে এলো সাদা-নীল রঙের এক রোবট। মুহূর্তেই উচ্ছ্বাসে ভরে যায় পুরো হল রুম।
রোবটি এসে দাঁড়াল জয়ের সামনে। অভিবাদন জানিয়ে ইঙ্গিত দিল ট্রে’তে রাখা কোমল পানীয়র গ্লাসটি তুলে নিতে।
জয়ও হাত বাড়িয়ে গ্রহণ করলেন রোবটের আতিথেয়তা। মুখে অমলিন হাসি তার। অতিথিকে আপ্যায়ন করিয়ে অগাধ প্রশংসা নিয়ে ফিরে গেল রোবটটি।
রোবটের আপ্যায়ন শেষে সম্মেলনে বক্তব্য রাখেন জয়। তিনি বলেন, তথ্য প্রযুক্তি শিক্ষা সকল স্তরে বাধ্যতামুলক করা হবে।
শিল্পখাতে তথ্য প্রযুক্তিভিত্তিক অবকাঠামো গড়ে তোলা হবে— জানিয়ে জয় বলেন, আগামীতে প্রতিটি শিল্পখাত প্রযুক্তি নির্ভর হবে। তথ্য প্রযুক্তিতে স্বনির্ভর হতে সরকার নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছে।
আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের মানুষের জন্য উন্নয়নের নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলেও জানান জয়। সে লক্ষ্যেই সরকার বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, দেশকে ডিজিটাল হাবে পরিণত করতে কাজ করছে সরকার।
কনফারেন্সে ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়াসহ পাঁচ দেশের মন্ত্রী ও সাত দেশের প্রতিনিধিরা অংশ নেন।
সারাবাংলা/একে