বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলও দেখা যাবে কলকাতায়
৫ নভেম্বর ২০১৯ ২০:২৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ২০:২৯
ঢাকা: সম্প্রচারে বিধি-নিষেধ না থাকলেও উচ্চ ফি’র কারণে বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলোর অনুষ্ঠান কলকাতার দর্শকরা দেখতে পারেন না। এবার সেই ফি কমানোর আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী প্রকাশ জাভাদকার। উদ্যোগটি সফল হলে কলকাতার দর্শকরাও বাংলাদেশের টেলিভিশনগুলোর সব অনুষ্ঠান দেখতে পাবেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দুদেশের তথ্যমন্ত্রীদের মধ্যে আলোচনায় এসব কথা উঠে আসে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন সম্প্রচার না করার অন্যতম কারণ উচ্চ ফি। এবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হয়েছে। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান যাতে সেখানে দেখা যায় সে বিষয়টি তিনি গভীরভাবে দেখবেন বলে কথা দিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী প্রকাশ জাভাদকার এই মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন। তিনি জলবায়ু সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতেই মূলত ঢাকা এসেছেন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। চলচ্চিত্রটির অগ্রগতির নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এছাড়া ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে।’
বাংলাদেশে এফডিসির অধীনে যে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তা আরো সুন্দর কিভাবে করা যায় সে বিষয়েও ভারতের আইডিয়া সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান ড. হাছান মাহমুদ। ভারত এ বিষয়েও সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন সফররত সম্প্রচারমন্ত্রী।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী প্রকাশ জাভাদকারও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ টেলিভিশন ভারতে সম্প্রচার শুরু হয়েছে। তাই বাংলাদেশেও ভারতের টেলিভিশন ডিডি ইন্ডিয়া রিলে করে দেখানো শুরু করেছে। বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানগুলো যাতে ভারতের জনগণও দেখতে পায়, সে বিষয়ে দেশে ফিরে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে দুইটি চলচ্চিত্র নির্মাণ করছে। ভারত চলচ্চিত্র বিনোদনের ওপরে অধিক গুরুত্ব দিচ্ছে। দিন দিন এসবের মান উন্নত হচ্ছে। ভালো মানের সিনেমা দর্শকদের উপহার দিতে পারছেন।’
ভারতের পুনেতে যে চলচ্চিত্র আর্কাইভ রয়েছে তা ঘুরে দেখে আসার জন্য বাংলাদেশের তথ্যমন্ত্রী ও সাংবাদিকদের আমন্ত্রণ জানান শ্রী প্রকাশ জাভাদকার।