৯ আমেরিকানকে হত্যা করল মেক্সিকোর মাদক চোরাকারবারিরা
৫ নভেম্বর ২০১৯ ১৯:৩৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ১৯:৩৭
মরমন সম্প্রদায়ের অন্তত ৯ আমেরিকানকে মেক্সিকোর উত্তরাঞ্চলে হত্যা করেছে মাদক চোরাকারবারিরা। তাদের মধ্যে ৩ নারী ও বাকি ৬ জন শিশু। নিহতের এক আত্মীয়ের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকার কাছেই চিচুহাহা রাজ্যে ও সোনোরার মাঝখানে এই ঘটনা ঘটে।
জুলিয়ান লেবারন নামের ওই ব্যক্তি জানান, তার কাজিন যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন রাঞ্চো লা মোরাতে তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় সংঘবদ্ধ মাদক-গ্যাং। তিনি এই ঘটনাকে ‘ধ্বংসযজ্ঞ’ বলে উল্লেখ করেন।
গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ায় কেউ কেউ জীবন্ত পুড়ে মরেছেন বলে ধারণা করা হচ্ছে। এরপর আরও দুটি গাড়ি পাওয়া যায়। সেগুলো থেকেও উদ্ধার করা হয় মৃতদেহ।
এই হামলার ঘটনায় আরও গুলিবিদ্ধ কয়েকজন বেঁচে ফিরতে সক্ষম হন। দ্য চিচুহাহা রাজ্যের অ্যাটর্নি জেনারেল সিজার অগাস্টো পিনচে জানান, মোট মৃতের সংখ্যা নিয়ে তিনি দ্বিধান্বিত।
১৯ শতকে মেক্সিকো থেকে মরমন সম্প্রদায়ের অনেকে যুক্তরাষ্ট্রে এসে বসবাস করে। অনেক মরমনদের মেক্সিকো ও আমেরিকা দুদেশেরই নাগরিকত্ব রয়েছে।
মেক্সিকোতে মাদকের বিরুদ্ধে সেনাদের দায়িত্ব দেওয়ার পর হতে ২০০৬ সাল থেকে অন্তত ২ লাখ ৫০ হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।