ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা গ্রেফতার
৫ নভেম্বর ২০১৯ ১৮:৫১ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ১৮:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে আয়কর বিভাগের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর আগ্রাবাদে আয়কর বিভাগের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার রেজাউল করিম আয়কর পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন।
দুদক কর্মকর্তা চন্দন জানান, নগরীর পাঁচলাইশ এলাকার সায়মা আক্তার নামে এক বাড়ি মালিকের কাছ থেকে কয়েকদিন ধরে ঘুষ দাবি করে আসছিলেন রেজাউল করিম। সায়মা এ বিষয়ে দুদককে অভিযোগ করেন।
দুদক কর্মকর্তারা সায়মার মাধ্যমে ঘুষ দিয়ে তাকে আটকের ফাঁদ পাতেন।সেই ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আয়কর বিভাগের এই কর্মকর্তা।
রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা চন্দন।