‘জাবি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী, অবস্থা বুঝে ব্যবস্থা’
৫ নভেম্বর ২০১৯ ১৬:৩৭
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি তিনি পর্যব্ক্ষেণ করছেন; অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সরকার কিছু ভাবছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর তিনি জানেন। কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ খবর নিয়ে নেবেন।’
তিনি আরও বলেন, ‘সরকার প্রধান এ ব্যপারে খুব সজাগ। তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।’
উল্লেখ্য, এক সপ্তাহ ধরে উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাগাতার অবরোধ-ধর্মঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্থবির হয়ে পড়েছে। সর্বশেষ মঙ্গলবার আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিকাল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের জাবি পরিস্থিতি টপ নিউজ পর্যবেক্ষণ প্রধানমন্ত্রী