বাগদাদির বোনকে আটক করেছে তুরস্ক
৫ নভেম্বর ২০১৯ ১৬:০২
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর নিহত নেতা আবু বকর আল বাগদাদির এক বোনকে আটক করেছে তুরস্ক। সোমবার (৪ নভেম্বর) সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আজাজ থেকে তাকে আটক করা হয়। খবর সিএনএন, বিবিসি।
আবু বকর আল বাগদাদির এ বোনের নাম রাসমিয়া আওয়াদ (৬৫)। তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তুরস্ক। তবে আঙ্কারার তরফ থেকে বলা হচ্ছে, বাগদাদির এ বোনের কাছ থেকে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। বাগদাদির বোনকে ‘গোয়েন্দা তথ্যের খনি’ বলে উল্লেখ করেছে আঙ্কারা।
জানা যায়, সিরিয়ার আলেপ্পো প্রদেশের শহর আজাজে একটি ধাতব কন্টেইনারে অভিযান চালিয়ে রাসমিয়া আওয়াদকে আটক করে সিরিয়ার সেনাবাহিনী। এসময় তার সঙ্গে থাকা স্বামী ও পুত্রবধূকেও আটক করা হয়। ওই কন্টেইনারে তাদের সঙ্গে পাঁচ শিশুও পাওয়া যায়।
উল্লেখ্য, ২৬ অক্টোবর সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে এক মার্কিন কমান্ডো অভিযানে হত্যা করা আইএস নেতা বাগদাদিকে।
আরও পড়ুন- আইএস প্রধান বাগদাদি নিহত
আবু বকর আল বাগদাদি ইসলামিক স্টেট ইসলামিক স্টেট (আইএস) টপ নিউজ তুরস্ক রাসমিয়া আওয়াদ