Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক


৫ নভেম্বর ২০১৯ ১৪:২৩

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের আটক করা হয়।

আটকরা হলো- পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্লের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

বিজিবির হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ৭ নওগাঁ সীমান্ত বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর