Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


৫ নভেম্বর ২০১৯ ১২:১৩

বরিশাল: বরিশাল শহরে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢোকার পথে মাদক ব্যবসায়ী মো. তরিকুল ইসলামকে (২৩) আটক করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-খুলনা মহাসড়কে অভিযান চালায় র‍্যাব। এসময় তরিকুলের গাড়ীতে তল্লাশি চালিয়ে ৫শ ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, যশোরের শার্শা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী বরিশালে ফেনসিডিল নিয়ে আসছে এমন গোপন খবর পেয়ে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বরিশাল-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় পিরোজপুর জেলা সদর এলাকায় একটি প্রাইভেট কার সন্দেহ হলে তাতে তল্লাশি চালায় র‍্যাব। ওই সময় গাড়িটি থেকে ফেনসিডিল সহ মো. তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তরিকুল যশোর জেলার শার্শা থানার বাসিন্দা মো. ছাবেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

ফেনসিডিল বরিশাল

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর