Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইটের আঘাতে প্রাণ গেল মাদরাসা ছাত্রের


৪ নভেম্বর ২০১৯ ২২:১৭

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ইটের আঘাতে শাকিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুঁটিমারী বহরের হাট এলাকায় এই ঘটনা ঘটে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মরহুম রজব উদ্দিন নূরানী ও হাফেজিয়া মাদরাসার ছাত্র শাকিলের বাবার নাম আব্দুল কাদের। তার বাড়ি থানাহাট ইউনিয়নের হাটিথানা বাঁধ রাস্তা এলাকায়।

রেজাউল ইসলামের বাড়ি পুটিমারী বহরের ভিটা গ্রামে। তার বাবা মৃত শামসুল হক। এলাকাবাসী জানিয়েছেন, প্রায় ১০ বছর রেজাউল মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছেন।

তারা আরও জানান, সকালে মাদরাসার সামনে দিয়ে যাচ্ছিল রেজাউল। শাকিল শ্রেণিকক্ষ থেকে বের হয়ে রেজাউলকে বিরক্ত করার চেষ্টা করে। হঠাৎ রেজাউল উত্তেজিত হয়ে শাকিলকে আছাড় দেয়। এরপর পাশে পড়ে থাকা ইট দিয়ে শাকিলের মাথায় আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে রেজাউলকে ধরে থানায় নিয়ে যায়। শাকিলকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটের আঘাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর