সাদেক হোসেন খোকার মৃত্যুতে ঐক্যফ্রন্টের শোক
৪ নভেম্বর ২০১৯ ২০:৩৯ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ২০:৪২
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বাংলাদেশ সময় বেলা পৌনে দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে সাদেক হোসেন খোকার মৃত্যু হয়।
সোমবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক জানান ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফর উল্লাহ চৌধুরী ও অধ্যাপক ডা. নুরুল আমীন বেপারী।
শোক বার্তায় নেতারা বলেন, ‘একাত্তরের রণাঙ্গনে গেরিলা যুদ্ধে সাহসী ভূমিকার জন্য সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। জীবনের শেষ সময়ে মিডনাইট ভোট ডাকাত অগণতান্ত্রিক সরকার তাকে মাতৃভূমিতে আসার সুযোগ থেকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশবাসীকে ব্যথিত করেছে। এর দায় বর্তমান কথিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের।’
বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতরা সাদেক হোসেন খোকার রুহের মাগফিরত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।