হানিফ ফ্লাইওভারে বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু
৪ নভেম্বর ২০১৯ ২০:১৬ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ২২:৫১
ঢাকা: মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের চাঁনখারপুল ঢালে যাত্রীবাহী বাসের চাপায় মনিষা বর্মন অথৈ (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু গালিব (২৩)।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক অথৈকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রাব্বি জানান, মনিষা ও গালিবের বাসা গেন্ডারিয়া। ঢাকা মহানগর মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অথৈ। আর গালিব কবি নজরুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কয়েকবছর আগে। সন্ধ্যায় তারা দু’জন মোটরসাইকেল করে চাঁনখারপুল দিয়ে ফ্লাইওভার ব্রিজে উঠছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঠিকানা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
পরে তাদের দু’জনকেই ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন। আর গালিব চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া অথৈ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।