Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআই সভাপতির সঙ্গে সাংবাদিক নেতাদের সাক্ষাৎ


৪ নভেম্বর ২০১৯ ২০:০৬

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথভাবে কর্মপরিধি মূল্যায়নে আগ্রহ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সোমবার (৪ নভেম্বর) এফবিসিসিআই কার্যালয়ে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন এই আগ্রহ প্রকাশ করেন।

এফবিসিসিআইয়ের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশের বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন তাদের বিভিন্ন কার্যক্রমে এফবিসিসিআই পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, স্পোর্টস সেক্রেটারি মো. শফিকুল ইসলাম (শামিম) এবং নির্বাহী সদস্য রাশেদুল হক।

এফবিসিসিআই রিপোর্টার্স ইউনিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর