স্বাধীনতা সংগ্রামে খোকার অবদান অনস্বীকার্য: জি এম কাদের
৪ নভেম্বর ২০১৯ ১৯:৩৪ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ১৯:৪৬
ঢাকা: মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। খোকার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।
সারাবাংলাকে জি এম কাদের আরো বলেন, স্বাধীনতা সংগ্রামে সাদেক হোসেন খোকার অবদান অনস্বীকার্য।
সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা।