Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা রাজনীতিতে কখনো নোংরামি করি নাই’


৪ নভেম্বর ২০১৯ ১৯:২১

ঢাকা: গেরিলা মুক্তিযোদ্ধা ও ক্র্যাক প্লাটুনের সদস্য সাদেক হোসেন খোকা। যিনি ছিলেন অখণ্ড ঢাকা মহানগরের শেষ মেয়র। সোমবার (৪ নভেম্বর)  সাদেক হোসেন খোকার  মৃত্যুর খবরে শোক ছায়া নেমে এসেছে রাজনীতি অঙ্গনের সহকর্মী আর সহযোদ্ধাদের মাঝে।

সাদেক হোসেন খোকার অন্যতম সহচর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ক্রাক প্লাটুনের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

বিজ্ঞাপন

সাদেক হোসেন খোকার স্মৃতচারণ করে সাবেক এই মন্ত্রী সারাবাংলাকে বলেন, আমরা সবসময় রাজনীতিতে রাজপথে থাকতাম। কখনো পজিশন (সরকারি দল), কখনো অপজিশনে (বিরোধী দল)। কিন্তু আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। আমরা রাজনীতিতে কখনো নোংরামি করি নাই। আর তাই আমাদের সম্পর্কও অনেক ভাল ছিল।

মায়া বলেন, সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহতাআলা তাকে বেহেশত নসীব করুন।

টপ নিউজ মায়া রাজনীতি সাদেক হোসেন খোকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর