Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইট ভাটার মাটি চাপায় শিশুর মৃত্যু


৪ নভেম্বর ২০১৯ ১৮:৫৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইট ভাটার মাটি চাপা পড়ে জিহাদ নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বাঁকা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

জিহাদের বাবার নাম তরিকুল ইসলাম। তিনি এএমজেএন নামে ওই ইট ভাটায় কাজ করেন। তরিকুলের বাড়ি বাঁকা গ্রামের আঁশতলা পাড়ায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, ভাটায় মাটির স্তূপের পাশে জিহাদসহ তিনশিশু খেলছিল। হঠাৎ মাটির স্তূপ ধসে পড়লে তিন শিশু চাপা পড়ে। তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

মাটি চাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর