Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসিআর এলামনাই অ্যাওয়ার্ড পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা


৪ নভেম্বর ২০১৯ ১৪:০৯ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ১৫:০৮

আইসিসিআর এলামনাই এওয়ার্ড পাচ্ছেন দেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ১৫ নভেম্বর তার হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন সংক্ষেপে যা আইসিসিআর নামে পরিচিত।

১৫ নভেম্বর (শুক্রবার) রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে পদক প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং তার প্রতিষ্ঠান সুরের ধারার ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীতের পরিবেশনাও থাকবে।

বিজ্ঞাপন

রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পাওয়া সঙ্গীতশিল্পী। এছাড়া অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের ‘সংগীত সম্মান পুরস্কার’, শ্রেষ্ঠ নারী রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরপর দুবার পেয়েছেন আনন্দ সংগীত পুরস্কার।

আইসিসিআর পদক রেজওয়ানা চৌধুরী বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর