দ্বিতীয় দিনে দুদকে জি কে শামীম, জিজ্ঞাসাবাদ চলছে
৪ নভেম্বর ২০১৯ ১৩:০২ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ১৭:০৩
ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত গণপূর্তের ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া (জিকে) শামীমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শামীমকে রমনা থানা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেল ৫টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে ফের রমনা থানা হেফাজতে পাঠানো হবে জি কে শামীমকে। এভাবে টানা সাত দিন জিকে শামীমকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
আরও পড়ুন: জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
দুদক সূত্রে জানায়, মামলার বাদী দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। আর আগে গতকাল রোববার ( ৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে রমনা থানা হেফাজতে পাঠানো হয়।
এর আগে গত ২১ অক্টোবর সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ দুদকের উপ-পরিচালক মোঃ সালাউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। মামলায় বলা হয়, অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ শ ৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫ শ ৫১ টাকার সম্পদ অর্জন ও ভোগ-দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
গত ২০ সেপ্টেম্বর ৭ দেহরক্ষীসহ জি কে শামীম আটক করে র্যাব।