ক্রেতা সেজে অভিযান, বান্দরবানে হেরোইনসহ আটক ২
৪ নভেম্বর ২০১৯ ১১:৪৪
বান্দরবান: বান্দরবানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন হিলবার্ড বোডিং এর ধনেশ পাখি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মংসাও মারমা (২৮) ও পাইনসাসিং মারমা (৪০)। এসময় তাদের কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সূত্রে জানা যায়, ১৫ লক্ষ টাকা দরদাম ঠিক করে ক্রেতা সেজে ১ কেজি হেরোইন কিনতে আসে র্যাবের একটি দল। পরে হেরোইন বিক্রেতা মংসাও মারমা ও পাইনসাসিং মারমা সন্ধ্যা ৭ টার দিকে তাদের হেরোইন দিতে আসলে র্যাবের সদস্যরা তাদের আটক করে।
এ অভিযানে র্যাব-৭ এর মেজর মোহাম্মদ সামিম সরকার, এএসপি মো:তারেক আজিজসহ র্যাব সদস্যরা অংশ নেন।
র্যাব আরও জানায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।