শিল্পপতির বাসায় জোড়া খুন: পলাতক গৃহকর্মী সুরভি গ্রেফতার
৩ নভেম্বর ২০১৯ ২৩:২৫ | আপডেট: ৩ নভেম্বর ২০১৯ ২৩:২৬
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত গৃহকর্মী সুরভিকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শেরেবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি সারাবাংলাকে বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে শেরেবাংলা এলাকা থেকে জোড়া খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত গৃহকর্মী সুরভিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ধানমন্ডি থানায় পাঠানো হয়েছে।’
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সারাবাংলাকে বলেন, ‘নিহত আফরোজার মেয়ে দিলরুবার স্বামী কাজী মনির উদ্দিনের বডিগার্ড আতিকুল হক বাচ্চুকে প্রধান আসামি করে অজ্ঞাত এক নারীসহ পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিরা হচ্ছে- বাড়ির সিকিউরিটি গার্ড নুরুজ্জামান, কেয়ারটেকার বেলাল, প্রিন্স এবং অজ্ঞাত পরিচয় একজন নারী (২৭)। অজ্ঞাত পরিচয় ওই নারীই হচ্ছে সুরভী। বর্তমানে তারা সবাই গ্রেফতার রয়েছে।’
শিল্পপতির বাসায় জোড়া খুন, নতুন গৃহকর্মীকে সন্দেহ করছে পুলিশ
উল্লেখ্য, গত শুক্রবার (১ নভেম্বর) রাতে ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ক্রিয়েটিভ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তারিমের শাশুড়ি আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতির মরদেহ উদ্ধার করা হয়। ওই ভবনে তারিমের চারটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে চতুর্থ তলার ওই ফ্ল্যাটে থাকতেন আফরোজা।