Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে তরুণকে খুন


৩ নভেম্বর ২০১৯ ২২:৫০ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ১০:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে এক তরুণকে খুন করেছে কয়েক যুবক। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশে একটি গ্যারেজে এই ঘটনা ঘটে।

মৃত মো. নাহিদ (১৯) স্থানীয় এক গ্যারেজ মিস্ত্রির ছেলে বলে জানিয়েছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ। হত্যাকাণ্ডে অভিযুক্ত মো. সোহেলও (২২) একই এলাকার বাসিন্দা এবং গ্যারেজ মিস্ত্রি বলে জানান তিনি।

কাউন্সিলর হিরণ সারাবাংলাকে বলেন, ‘আমার অফিসের পাশেই ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখেছি, নাহিদসহ কয়েকজন তরুণ-যুবক সোহেলকে মারতে গিয়েছিল। তার হাতে স্ক্রু ড্রাইভার ছিল। এসময় সে নাহিদের পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় নাহিদকে কয়েকজন ধরাধরি করে নিয়ে যেতে দেখেছি।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, আগের কোনো শত্রুতা বা ঝগড়ার জের ধরে নাহিদরা কয়েকজন মিলে সোহেলকে মারতে গিয়েছিল। সেখানে সোহেল স্ক্রু ড্রাইভার পেটে ঢুকিয়ে দিয়ে তাকে খুন করেছে। এ সংক্রান্ত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আমরা জব্দ করেছি।’

ঘটনার পর সোহেল পালিয়ে গেছে জানিয়ে ওসি বলেন, ‘একেবারেই সমবয়সী কয়েকজন তরুণ-যুবকের মধ্যে শত্রুতার জেরে এই ঘটনা ঘটে গেছে বলে জানতে পেরেছি। রাজনৈতিক কোনো বিষয় এতে নেই।’

বিজ্ঞাপন

তবে স্থানীয়রা জানিয়েছেন, নগরীর লালখান বাজারের এক আওয়ামী লীগ নেতার অনুসারী ও কাউন্সিলরের হিরণের অনুসারীদের মধ্যে শনিবার ধাওয়া পাল্টা-ধাওয়া ও মারামারি হয়েছিল। এর জের ধরে এই ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজনের মধ্যে আলোচনা চলছে।

কাউন্সিলর হিরণ সারাবাংলাকে বলেন, ‘নাহিদ এবং সোহেল কেউই রাজনীতি করে বলে আমার জানা নেই।’

টপ নিউজ তরুণ খুন স্ক্রু ড্রাইভার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর