Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও নতুন ৮ ফেরিঘাট নির্মাণ করা হবে


৩ নভেম্বর ২০১৯ ১৮:৩৩

ঢাকা: আরও নতুন আটটি ফেরিঘাট নির্মাণ হচ্ছে। একইসঙ্গে দৌলতদিয়া অংশে ছয় কিলোমিটার এবং পাটুরিয়া অংশে দুই কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নদী ভাঙ্গনরোধ, নদী তীর রক্ষা ও যাত্রীসেবার মানোন্নয়নে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১ হাজার ১৩৭ কোটি টাকা ব্যয়ে একটি ডিপিপি প্রণয়ন করেছে। প্রকল্পের মধ্যে রয়েছে নতুনভাবে আটটি ফেরিঘাট, দৌলতদিয়ায় ছয় কিলেমিটার এবং পাটুরিয়ায় দু’ কিলেমিটার নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ। ঘাটগুলো লো-ওয়াটার, মিড-ওয়াটার ও হাই-ওয়াটার লেভেলে স্থাপন করা হবে।

আট কিলোমিটার নদী তীর রক্ষায় ৬৮০ কোটি টাকার প্রকল্প ব্যয় ধরা হয়েছে। নদী তীর রক্ষার কাজটি পানি উন্নয়ন বোর্ড এবং ফেরিঘাট স্থাপনের কাজটি বিআইডব্লিউটিএ করবে প্রকল্পটির অনুমোদন পাওয়ার পর ফেরিঘাট স্থাপন ও নদী তীর রক্ষার কাজ দ্রুত শুরু হবে।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাঙ্গন কবলিত ঘাটসমূহের ভাঙ্গনরোধে স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বৈঠকে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) অনল চন্দ্র দাস কমিটির আহ্বায়ক করা হয়েছে ওই কমিটিতে। এছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: মোতাহার হোসেন, আইডব্লিউএম, সিইজিআইএস এবং বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি কমিটির সদস্য।

বিজ্ঞাপন

সভায় জানানো হয় যে, বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ফেরিঘাট ও এর সংলগ্ন অংশের প্রতিরক্ষামূলক কাজ এবং ফেরিঘাটসমূহ পুনঃনির্মাণের লক্ষ্যে এই অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে।

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ এবছর দৌলতদিয়ায় ফেরিঘাট রক্ষায় ৫২ হাজার জিও ব্যাগ ডাম্পিং করেছে। এজন্য ব্যয় হয়েছে তিন কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড এবছর জুনে ৪২ হাজার ও অক্টোবরে এক লাখ ১০ হাজার জিও ব্যাগ ডাম্পিং করেছে। এজন্য ব্যয় হয়েছে সাত কোটি টাকা। উক্ত এলাকায় নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ২০১৫-১৬ অর্থ বছর থেকে এপর্যন্ত ১৫ কোটি টাকা ব্যয় করেছে।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ নতুন ফেরিঘাট নৌপরিবহন মন্ত্রণালয় ফেরিঘাট বিআইউব্লিউটিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর