Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গা সংকট সমাধানে হস্তক্ষেপের ক্ষমতা নেই বিশ্বব্যাংকের’


৩ নভেম্বর ২০১৯ ১৬:৩১ | আপডেট: ৩ নভেম্বর ২০১৯ ১৮:৫১

ঢাকা: রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে জানিয়ে বিশ্বব্যাংক বলেছে, এক্ষেত্রে আর্থিক এই প্রতিষ্ঠানটির হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নেই।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অর্মথন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক প্যাট্রিজিও পাগানো এ মন্তব্য করেন।

প্যাট্রিজিও পাগানো বলেন, ‘রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। দুই দেশ এবং জাতিসংঘকেই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। বিশ্বব্যাংক কেবলমাত্র আর্থিক বিষয়টি দেখে থাকে। সংকট সমাধানে আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। এর বাইরে রাজনৈতিকভাবে আমাদের হস্তক্ষেপ করার এখতিয়ার নেই।’

পাগানো আরও বলেন, বাংলাদেশ যেমন আমাদের পার্টনার, তেমনি মিয়ানমারও। রাজনৈতিক সমাধান দুদেশকেই বের করতে হবে। তবে রোহিঙ্গা সংকটে কক্সবাজার এলাকায় নানাধরনের প্রকল্প হাতে নিয়েছে। এসব উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করছে।’

ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘গত দুদিন বিশ্বব্যাংক উন্নয়ন ইস্যু ও রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশে এখন ৮ শতাংশের উপরে প্রবৃদ্ধি রয়েছে। ২০২৪ সালে প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ। এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ। দারিদ্র্য নিরসনে এদেশ বিরাট সাফল্য দেখিয়েছে।’

এ সময় অ অ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ, বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন প্রমুখ।

অর্থমন্ত্রী টপ নিউজ বিশ্বব্যাংক রোহিঙ্গা সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর