‘দিল্লির বাতাস সিগারেটের মতোই ক্ষতিকর’
৩ নভেম্বর ২০১৯ ১১:৫০ | আপডেট: ৩ নভেম্বর ২০১৯ ১১:৫৫
মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে ভারতের রাজধানী দিল্লিকে তুলনা করা হচ্ছে ‘গ্যাস চেম্বার’ হিসেবে। এ বিষয়ে আরেকটু সরস হলেন কংগ্রেস নেতা শশী থারুর। এক টুইটার পোস্টে তিনি জানান, দিল্লির বাতাস নাকি সিগারেটের মতোই ক্ষতিকর!
রোববার (৩ নভেম্বর) টুইটারে প্রতীকী সিগারেট প্যাকেটের ছবি পোস্ট করে শশী এমন মতামত ব্যক্ত করেন। খবর এনডিটিভির।
শশী থারুরের ওই ছবিতে দেখা যায়, সিগারেটের প্যাকেটের ভেতর দিল্লির প্রসিদ্ধ কুতুব মিনারের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে দিল্লি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
প্রসঙ্গত, দিল্লির বাতাস অস্বাস্থ্যকর হওয়ায় ইতোমধ্যে সেখানে স্কুলগুলো ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সুপ্রিমকোর্টের নির্দেশে গঠিত দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দিল্লিতে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন।
দিল্লিকে গ্যাস চেম্বার তকমা দেওয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য এবার অভিযোগের আঙুল তুলেছেন প্রতিবেশী রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবের বিরুদ্ধে। তার দাবি, প্রত্যেক শীতেই এমন হচ্ছে। এই সময় দুই রাজ্যের কৃষক ক্ষেত পরিষ্কার করতে যে পরিমাণ ফসল পোড়ান, তাতেই দিল্লির বাতাস বিষাক্ত হচ্ছে।
আর গাড়ির ধোঁয়া, দিওয়ালি উদযাপন এসব তো আছেই!