নতুন সড়ক আইন বাস্তবায়নে প্রস্তুত নয় ট্রাফিক পুলিশ
৩ নভেম্বর ২০১৯ ১০:১১
ঢাকা: সড়কের নতুন আইন বাস্তবায়নে এখনও ট্রাফিক পুলিশ পুরোপুরি প্রস্তুত হতে পারেনি। ফলে আইন প্রয়োগের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।
নতুন আইনের কাগজপত্র বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে ট্রাফিক পুলিশের কাছে এলেও তার বাস্তবায়নে প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হলে নতুন আইন বাস্তবায়নে ট্রাফিক পুলিশ মাঠে নামবে।
এ বিষয়ে ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘নতুন আইন বাস্তবায়নে মাঠ পর্যায়ের ট্রাফিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। আমরা এখনও পুরোপুরি প্রস্তুত হতে পারিনি। আগামী এক সপ্তাহের মধ্যে তারা প্রস্তুত হবে।’
‘এরপরও কিছুটা জটিলতা থাকবে। আগামী দুইমাসের মধ্যে পজ মেশিনের জটিলতা কেটে যাবে। সার্ভারে নতুন আইনের নিয়মগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে। ততদিন ট্রাফিক পুলিশ জরিমানা ও মামলা করতে গেলে হাতে লেখা স্লিপ ব্যবহার হবে’ বলেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন।
গত ১ নভেম্বর থেকে সড়ক আইন কার্যকর হয়। এ সম্পর্কে বিআরটিএ থেকে আগে থেকেই বার্তা দেওয়া হয়েছিল।
১ নভেম্বর শুক্রবার থাকায় ঢাকার সড়কে গাড়ির সংখ্যা কম ছিল বলে বাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হলেও গাড়ি চালকদের অনেকেই দাবি করেন, নতুন সড়ক আইনের জরিমানার টাকা অনেক বেশি হওয়ায় কোনো কোনো মালিক সড়কে গাড়ি নামায়নি। অনেক মালিক ৪০টির জায়গায় ১০ নামিয়েছেন। আবার অনেক মালিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর পরিবহনের একটি বাসের চালক মিজানুর রহমান শনিবার সারাবাংলাকে বলেন, ‘আগে যে জরিমানা ২০০ টাকা ছিল এখন সেটি পাঁচ হাজার টাকা করা হয়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে।’