Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি


২ নভেম্বর ২০১৯ ২২:১৫ | আপডেট: ৩ নভেম্বর ২০১৯ ১০:১৭

ঢাকা: সাম্প্রতিক সফরে ভারতের সঙ্গে করা চুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে বিএনপি। শনিবার (২ নভেম্বর) রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সাম্প্রতিক ভারত সফরে প্রধানমন্ত্রী যে চুক্তিগুলো করে এসেছেন, সেগুলো অবিলম্বে দেশবাসীর কাছে প্রকাশ করার আহ্বান জানানো হচ্ছে। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, আমরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেব তথ্যগুলো জানানো জন্য।’

বিজ্ঞাপন

‘একই সঙ্গে তথ্য কমিশনের কাছেও চিঠি দেবো চুক্তির বিষয়গুলো জানার জন্য। কারণ, এ চুক্তিগুলো সম্পর্কে দেশবাসীর মধ্যে অনেক জিজ্ঞাসা আছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে প্রশ্ন জড়িত হয়েছে। ফেনী নদীর পানি দেওয়ার ব্যাপারে যে চুক্তি হয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তিস্তা নদীর পানি সমস্যার কোনো সমাধান হচ্ছে না কেন? সেটাই আমাদের প্রশ্ন’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া তেমন অসুস্থ নন যে তাকে বিদেশে নিতে হবে— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরকম বক্তব্যে প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রীর শারীরিক অবস্থা কেমন আছে- সেটি ওনার জানার কথা না। কারণ, উনি ডাক্তার নন। তিনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা বলছেন।’

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাইরে আসুন, মানবিক হোন। সাধারণ বন্দিদেরও সুচিকিৎসা পাওয়ার অধিকার আছে। দেশনেত্রী একেবারে সুস্থ অবস্থায় কারাগারে গেছেন হেঁটে। তিনি এখন বিছানা থেকে উঠতে পারেন না। এটা বাস্তবতা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এরকম মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অর্থই হচ্ছে প্রকৃত সত্য থেকে দূরে রাখা। যে কথাটা আমরা আশঙ্কা করছি এভাবে দেশনেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো তারা করছে। ওবায়দুল কাদের সাহেবে একথা বলায় আমরা একেবারে বিস্মিত হয়েছি। উনি যখন অসুস্থ হয়েছে তাকে আমরা হাসপাতালে দেখতে গেছি। তিনি বিদেশে গেছেন আমরা তার আশু মুক্তি কামনায় দোয়া করেছি।’

খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বিএসএমএমইউ’র পরিচালকের বিবৃতি ‘অসত্য’ দাবি করে স্থায়ী কমিটির বৈঠকে নিন্দা জানানো হয় বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি পঙ্গুত্বের শিকার হচ্ছেন। অলমোস্ট তিনি ক্রিটিক্যাল স্টেইজ। এখন তিনি নিজে কিছুই করতে পারেন না, তাকে সহযোগিতা করতে হয়। এ বিষয়টাকে কেন পিজি হাসপাতালের পরিচালক গোপন করেছে তা বোধগম্য নয়। আমরা অবিলম্বে দেশনেত্রীর স্বাস্থ্যের সঠিক তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।’

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

চুক্তি সম্পর্কে টপ নিউজ প্রধানমন্ত্রীর সফর বিএনপি ভারত মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর