Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে নির্মাণাধীন ভবনে তরুণীকে ‘ধর্ষণ’


২ নভেম্বর ২০১৯ ১৮:৪৭

ঢাকা: রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন একটি ভবনে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষণে অভিযুক্ত তিনজনকে আটক করেছে।

শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, ওই তরুণী রায়েরবাজার এলাকায় থাকেন। স্থানীয় হাতমোজা কারখানায় চাকরি করেন তিনি। কিছুদিন ধরে রনি নামে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। ওই সম্পর্কের কারণে শুক্রবার রাত ৯টার দিকে রনি ওই তরুণীকে হাজারীবাগ বালুর মাঠ এলাকায় নিয়ে যান।

তরুণীর ভাষ্যের বরাত দিয়ে ওসি জানান, নির্মাণাধীন ওই ভবনে আগে থেকেই উপস্থিত ছিলেন রনির দুই বন্ধু নাজির ও সাগর। সেখানে রনি ও নাজির মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন। সাগর এ সময় পাহারা দেন। পরে ধর্ষণ করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওসি জানান, ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তরুণীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

টপ নিউজ তরুণীকে ধর্ষণ ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর