Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএস জঙ্গিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে তুরস্ক


২ নভেম্বর ২০১৯ ১৮:২৩

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু; ছবি: রয়টার্স

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর বন্দি জঙ্গিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু শনিবার (২ নভেম্বর) সাংবাদিকদের এমনটা জানান। খবর রয়টার্স।

বন্দি জঙ্গিদের ব্যাপারে করণীয় কী হতে পারে তা নিয়ে ইউরোপের দেশগুলোকে না ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ব্যাপারটি নিয়ে ইউরোপিয়রা না ভাবলেও চলবে। তুরস্ক অন্য দেশগুলোর জঙ্গিদের জন্য সরাইখানা নয়। আমরা দায়েশের বন্দিদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবো।’ উল্লেখ্য, আইএস-এর আরবি নাম হলো ‘দায়েশ’।

বিজ্ঞাপন

সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরপর ওই অঞ্চলের কুর্দিদের বিতাড়িত করতে এক সেনা অভিযান চালায় তুরস্ক। ওই সেনা অভিযানের সময় আলেপ্পো ও রাকায় কুর্দিদের হাতে বন্দি বহু আইএস জঙ্গিদের তুরস্কের সেনারা পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় বলে অভিযোগ করে কুর্দিরা।

ওই সেনা অভিযানে বহু আইএস জঙ্গি তুরস্কের সেনাদের হাতে বন্দিও হয়েছে বলে জানায় তুর্কি কর্তৃপক্ষ।  এবার এসব জঙ্গিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিলো দেশটি।

আইএস ইসলামিক স্টেট ইসলামিক স্টেট (আইএস) তুরস্ক দায়েশ