Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৭ দিন কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা নয়: ওবায়দুল কাদের


২ নভেম্বর ২০১৯ ১৬:২১

নারায়ণগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হয়েছে। এই আইন পুরোপুরি কার্যকর হলে সড়কে দুর্ঘটনা কমে যাবে। আইনটি কার্যকর করার জন্য সারাদেশে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। আগামী সাতদিন এই প্রচারণা চলবে। তাই প্রচারণা চলাকালীন কোনো পরিবহনের বিরুদ্ধে মামলা না দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

শনিবার (২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন সড়ক পরিবহন নিরাপত্তা আইন কার্যকরের ব্যাপারে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

শুদ্ধি অভিযানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে জেলা ও তৃণমূল পর্যায়ে সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে এসব সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজরা যাতে স্থান না পায় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছে। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছেন এবং সুচিকিৎসা পাচ্ছেন। তাই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি।’

খালেদার জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের মিল নেই বলেও দাবি করেন কাদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ বর্তমান সংসদকে তারা অবৈধ বলছে। তাহলে সংসদে যোগ দেওয়া বিএনপির ৭ সংসদ সদস্যও তো অবৈধ হয়ে যান। বিএনপি জনগণের সাড়া না পেয়ে নালিশ করে। এটি বিএনপির ‘অভিযোগ’ রোগে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী সিদ্ধিরগঞ্জে এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নিজেও বিভিন্ন পরিবহন চালক ও যাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।

এ সময় বিআরটিএর চেয়ারম্যান ড. আহসানুল করিম, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও নাহিদা বারিকসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইন ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ সড়ক পরিবহন আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর