আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন না বিদেশিরা
২ নভেম্বর ২০১৯ ১৫:৫৩ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ১৯:৫১
ঢাকা: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপ-কমিটির এক সভায় দীপু মনি এ তথ্য জানান। দীপু মনি অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
সাধারণত দলীয় রীতি অনুযায়ী আওয়ামী লীগের সম্মেলনগুলোতে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। তবে এবার তাদের আমন্ত্রণ না জানানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দীপু মনি বলেন, ‘আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। সে সব কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা আসবেন। কাজেই এবার সম্মেলনে বিদেশি কোনো অতিথিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না।’
‘এ জন্য এবারের সম্মেলনে আমাদের কাজের চাপ অনেক কম। আমাদের মূল কাজটি আমাদের পুরো অতিথিদের তালিকা সঠিকভাবে মুল্যায়ণ করা। দেখা যায়, অনেকে পদে ছিলেন অবসর নিয়েছেন বা মারা গেছেন; কিন্তু তালিকায় নাম থাকে। সেই তালিকাগুলো সঠিকভাবে প্রণয়ন করতে হবে।’
আওয়ামী সমর্থিত বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে দীপু মনি বলেন, ‘সকল পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন; যাদেরকে আমরা সবসময় আন্দোলন সংগ্রামে সহযোগী হিসেবে পাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে থাকেন, সেই সকল সংগঠনের যারা নেতৃস্থানীয় আছেন সেই স্ব স্ব সংগঠন থেকে তালিকা সংগ্রহ করা। দেশের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতাদের নাম-ঠিকানা সংবলিত সঠিক তালিকা করা। সর্বোপরি একটা পূর্ণাঙ্গ তালিকা করাকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।